যুবদল নেতা হত্যাচেষ্টায় মামলা নিচ্ছে না পুলিশ

14 hours ago 5
খুলনার খালিশপুরে ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার দুদিন পরও মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।  এদিকে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ এবং তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে খালিশপুর থানা বিএনপি। সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে, মাসুদের উপর হামলায় প্রধান অভিযুক্ত বাবু ওরফে গুটি বাবুকে। এর আগে খালিশপুর থানা বিএনপির সম্মেলনে হামলা করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলেও তাকে এখন নিয়মিত বিএনপির কর্মসূচিতে দেখা যাচ্ছে বলে জানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আহত মাসুদের ভাই জাকির বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে খালিশপুর নিউমার্কেট এলাকায় এলোপাতারি কুপিয়ে মৃতভেবে ফেলে যায়। কিন্তু আল্লাহর দয়ায় আমার ভাই প্রাণে বেঁচে যায়। কিন্তু এখনো আশঙ্কা কাটেনি। ঢাকায় পঙ্গু হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।  তিনি আরও বলেন, আমার ভাইকে যারা কুপিয়ে আহত করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ মামলা নিচ্ছে না। উপরের নির্দেশের কথা বলে পুলিশ বারবার ফিরিয়ে দিচ্ছে। আমি আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাসুদের মোবাইলে কল দিলে তার স্ত্রী কালবেলাকে বলেন, আমার স্বামীকে কারা কুপিয়ে আহত করেছে। তিনি ফেসবুকে তাদের নামে স্ট্যাটাস দিয়েছে। এখন দেখছি হামলাকারীরা আবার দোয়া অনুষ্ঠান করছে। আর পুলিশ আমাদের মামলা নিচ্ছে না। খালিশপুর থানা ওসি মীর আতাহার আলী কালবেলাকে বলেন, আমি আজ দুপুরে এ থানায় যোগদান করেছি। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কেউ আসেনি। তাই বিস্তারিত বলতে পারব না। খোঁজ নিয়ে বলতে পারব।
Read Entire Article