যুবদল নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

1 day ago 5

বরিশালে কুপিয়ে আওয়ামী লীগ নেতার হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। আহত শাহরিয়ার সাচিব রাজিব ওরফে পণ্ডিত রাজিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরীর গোরস্তান রোড এলাকায় নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।

অভিযুক্ত বাচ্চু ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য। 

হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, রাজিবের হাত এবং পায়ের রগ কাটা ছাড়াও সমস্ত শরীরে ১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষণের কারণে তার শারীরিক অবস্থা অনেকটা শঙ্কটাপন্ন।

আহত শাহরিয়ার সাচিব রাজিব নগরীর মুসলিম গোরস্তান সংলগ্ন কাছেমাবাদ খানকাসংলগ্ন এলাকার বাসিন্দা। বরিশাল জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন। তিনি ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। এ ছাড়া গত সিটি নির্বাচনে একই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর সিএন্ডবি রোডে বিএনপির শোক র‌্যালিতে হামলা এবং নেতাকর্মীদের কুপিয়ে জখমের ঘটনায় মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারের দায়ের করা মামলার ৩৫৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

আহত রাজিবের বড় বোন সাংবাদিক শাহিনা আজমিন জানান, রাজিবের স্ত্রী রাত সোয়া ১০টার দিকে তাকে ফোন করে জানায় বাসায় ফেরার পথে রাজিবকে নির্মমভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে রাজিবের একটি পা এবং একটি হাত শরীরের চামড়ার সঙ্গে ঝুলিয়ে আছে।

তিনি জানান, রাজিব তার স্ত্রীকে জানিয়েছে, প্রতিবেশী অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা জেলা যুবদলের সদস্য ও ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাচ্চু ওরফে টেইলর বাচ্চুসহ দুজন অন্ধকারের মধ্যে গিয়ে কাছেমাবাদ খানকার সামনে অতর্কিতভাবে কুপিয়েছে।

রাজিবকে কুপিয়ে জখমের কারণ এখনো নিশ্চিত নন জানিয়ে শাহিনা আজমিন বলেন, ‘ইতোপূর্বে ওই এলাকায় ডিস লাইনের ব্যবসা করতো সাবেক কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না। পাঁচ আগস্টের পর তার কাছ থেকে কাগজে-কলমে চুক্তিবদ্ধ হয়ে সেই ব্যবসাটি পরিচালনা করছিল রাজিব।

এরপর থেকেই ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে টেইলর বাচ্চু। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় রাজিব সম্প্রতি বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। হতে পারে এ জন্যও রাজিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, বাচ্চু ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য। সে হিসেবে রাজনৈতিক কারণে তার সঙ্গে আমার যোগাযোগ থাকতেই পারে। তবে আমি ঢাকায় অবস্থান করায় কী কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তা আমার জানা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (রাজিব) ক্ষমতার আমলে কাকে কী করেছে, মানুষকে কতটা জ্বালিয়েছে সেটা সবারই জানা। তাছাড়া রাজিবের বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এর পরও তিনি এই আমলে ডিসের ব্যবসা করবে! তিনি এখনো বরিশালে থাকে কী করে। এখন মানুষের ক্ষোভের কারণে কেউ যদি কুপিয়ে থাকে সেটার দায় তো যুবদল নেবে না, বা আমরা নেব না।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

Read Entire Article