বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি আবদুল মুনায়েম মুন্না নেতাকর্মীদের ভিড়ে সড়কে পড়ে আহত হয়েছেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালিতে আঘাত লাগে।
আহত মুন্নাকে তাৎক্ষণিক এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার গোড়ালির মচকানো চোট চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে।
- আরও পড়ুন
- খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন, চলবে বাসা থেকে: ডা. জাহিদ
- জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ায় ‘উত্তেজনা’, বৈঠক ছাড়ে ৩ দল
এই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদল নেতারা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ছুটে আসেন এবং মুন্নার শয্যাপাশে অবস্থান নেন।
কেএইচ/কেএসআর/এএসএম