‘যুবদলে এখন নিয়ন্ত্রণ নেই’ মন্তব্য করা পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সদস্যসচিব বশির পঞ্চায়েতকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) জাগো নিউজে উপজেলা সদস্যসচিব বললেন, ‘যুবদলে এখন নিয়ন্ত্রণ নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
কেন্দ্রীয় যুবদলের পত্রে বলা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সংগঠনকে হেয় করে গণমাধ্যমে দায়িত্বহীন বক্তব্য প্রদানের মাধ্যমে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠন বিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৮ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।
সম্প্রতি পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ইমরান মৃধার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে ইমরানকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে সংবাদ প্রকাশিত হলে ইমরান যুবদলের নেতা কিংবা কর্মী নয় বলে দাবি করে পটুয়াখালী জেলা যুবদল।
এদিকে জেলা যুবদল ইমরানকে দলের কেউ না বলে দাবি করলেও উপজেলা যুবদলের সদস্যসচিব বলেন ভিন্ন কথা। তিনি জানান, আদা-বাড়িয়া ইউনিয়ন যুবদলের যে কমিটি অনুমোদনের জন্য জেলায় পাঠানো হয়েছে সেই কমিটিতে ইমরানকে সদস্যসচিব করা হয়েছে। তবে কমিটি এখনও অনুমোদন হয়নি। এদিকে কমিটির অনুমোদন না হলেও উপজেলাজুড়েই নিজেকে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দাবি করে পোস্টার ফেস্টুন টাঙিয়ে সয়লাব করেছেন ইমরান মৃধা।
এ বিষয় জানতে চাইলে বাউফল উপজেলা যুবদলের সদস্যসচিব বশির মৃধা বলেন, আসলে যুবদলের কোনো নিয়ন্ত্রণ নেই। ৫ তারিখের পর উপজেলাজুড়েই এগুলো চলছে। যে যার মতো করে পরিচয় লিখছে, কেউ লিখছে উপজেলা যুবদল, কেউ লিখছে জেলা যুবদল। তবে আমরা দুই বছর আগে জেলা যুবদলের কাছে ইউনিয়ন কমিটি প্লেস করেছি। জেলা এখনো কমিটি অনুমোদন দেয়নি।
আব্দুস সালাম আরিফ/এমএন/এএসএম