যুবদলে হাইব্রিড ও দুর্বৃত্তদের স্থান নেই : শরীফ উদ্দিন জুয়েল

2 hours ago 6

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে হাইব্রিড (অনুপ্রবেশকারী) ও দুর্বৃত্তদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। তিনি বলেন, যারা এ ধরনের ব্যক্তিদের যুবদলে আশ্রয় দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখান থানাধীন ৪৯নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

তিনি স্পষ্ট করে বলেন, যুবদলের কেউ চাঁদাবাজি কিংবা দখল বাণিজ্যে জড়িত নয়। যারা এমনটা করছে তারা দুর্বৃত্ত। যুবদলে দুর্বৃত্তের কোনো জায়গা নেই।’ 

‘যারা আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা-মামলার শিকার হয়েছে এবং যারা হাসিনার রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলেছে, একমাত্র তারাই যুবদল করবে,’ যোগ করেন তিনি।  

যুবনেতা জুয়েল আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর ব্যবস্থা করা; জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। জনগণ তাদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করবে। 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিন। যদি নির্বাচনের কেউ কাল-বিলম্ব করার চেষ্টা করেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন, তাহলে প্রয়োজনে জনগণ আবার মাঠে নামবে; নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠা করে নেবে।  

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাংলাদেশের জনগণের মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জনগণের রাষ্ট্র হিসেবে কায়েম করা হবে। 

ভারতের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে এই যুবনেতা বলেন – আমাদের বন্ধু প্রয়োজন, প্রভু না। আপনারা আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরাও আমাদের হাত বাড়িয়ে দেব; প্রভুত্ব করতে আসবেন না, তাহলে এদেশের জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। এ দেশের জনগণের যদি আরও রক্ত দিতে হয় দেবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়বে না। 

জনগণকেই বিএনপির মূল শক্তি উল্লেখ করেন তিনি। এ সময় যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করে বলেন, জনগণের পাশে দাঁড়ান, জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হোন; জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজে কেউ সম্পৃক্ত হবেন না। যদি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজে কেউ জড়িত হন- তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে; প্রয়োজনে তাদেরকে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু।
 

Read Entire Article