যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টা, বরিশালে বিএনপির ২ নেতাকে শোকজ

5 months ago 88

বরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার অভিযোগে মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এ শোকজ করা হয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্তরা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান।

শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে মাহফুজুর রহমান বলেন, আমি জমি দখল করতে যাইনি, দলের কাছে যৌক্তিক জবাব দেবো।

অভিযুক্ত দুই যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে শতাধিক লোক গত রোববার রাত ৯টার দিকে ২৮ নম্বর ওয়ার্ডে মহানগর কলেজ সংলগ্ন বিরোধীয় এক একর ৪৮ শতাংশ জমি দখলচেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, জমির মালিকানা দাবি করেছেন আত্মগোপনে থাকা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জমি নিয়ে মামুনের পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দা শওকত হোসেনের মধ্যে আদালতে মামলা চলছে। ৫ আগস্টের পর শওকত জমি দখলে নিয়েছেন। বিএনপি নেতারা মামুনের পক্ষে পাল্টা দখল করতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

শাওন খান/কেএসআর

Read Entire Article