যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাসহ গ্রেফতার ৩

2 months ago 6

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অপর দুজন হলেন- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।

বুধবার (২৫ জুন) রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেফতার জিএম ওয়াহিদ পারভেজ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।

বুধবার দুপুরের দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেফতার করে। সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে আপনকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/জিকেএস

Read Entire Article