যে অভিযোগে পদত্যাগ করলেন দুই বিচারক, বিতর্কে মিস ইউনিভার্স

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে চূড়ান্ত সুন্দরী নির্বাচনের মাত্র তিন দিন বাকি। প্রতিযোগিতা চলছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে। ২১ নভেম্বর রাতে জানা যাবে এবারের মিস ইউনিভার্সের নাম। তার আগে হঠাৎ করে পদত্যাগ করেছেন দুই বিচারক। এদের একজন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অসচ্ছতার অভিযোগ তুলেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। সূত্র- বিবিসি। মঙ্গলবার লেবানন-ফ্রান্সের সংগীতশিল্পী ওমর হারফুশ বিচারক প্যানেলের আট সদস্যের একজন হিসেবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, প্রতিযোগিতা শুরুর আগেই ১৩৬ দেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট ঠিক করে রাখা হয়েছিল। একটি ‘অনানুষ্ঠানিক জুরি’ দিয়ে কাজটি করা হয়েছে। সেখানে প্রকৃত বিচারকদের কেউই উপস্থিত ছিলেন না। আরও পড়ুনআজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকেজিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে : মিথিলামিস ইউনিভার্স হলে যা যা পাওয়া যায় হারফুশ বলেন, ‌‘আমি বিষয়টি সামাজিক মাধ্যমে দেখে স্তম্ভিত হয়েছি। সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল জুরিবোর্ডের কেউই ছিল না। কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এমন ব্যক্তিদের দিয়েই এই তালিকা করা হয়েছে।’ য

যে অভিযোগে পদত্যাগ করলেন দুই বিচারক, বিতর্কে মিস ইউনিভার্স

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে চূড়ান্ত সুন্দরী নির্বাচনের মাত্র তিন দিন বাকি। প্রতিযোগিতা চলছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে। ২১ নভেম্বর রাতে জানা যাবে এবারের মিস ইউনিভার্সের নাম। তার আগে হঠাৎ করে পদত্যাগ করেছেন দুই বিচারক।

এদের একজন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অসচ্ছতার অভিযোগ তুলেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। সূত্র- বিবিসি।

মঙ্গলবার লেবানন-ফ্রান্সের সংগীতশিল্পী ওমর হারফুশ বিচারক প্যানেলের আট সদস্যের একজন হিসেবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, প্রতিযোগিতা শুরুর আগেই ১৩৬ দেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট ঠিক করে রাখা হয়েছিল। একটি ‘অনানুষ্ঠানিক জুরি’ দিয়ে কাজটি করা হয়েছে। সেখানে প্রকৃত বিচারকদের কেউই উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন
আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে
জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে : মিথিলা
মিস ইউনিভার্স হলে যা যা পাওয়া যায়

হারফুশ বলেন, ‌‘আমি বিষয়টি সামাজিক মাধ্যমে দেখে স্তম্ভিত হয়েছি। সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল জুরিবোর্ডের কেউই ছিল না। কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এমন ব্যক্তিদের দিয়েই এই তালিকা করা হয়েছে।’

যদিও তিনি জানাননি কীভাবে এই গোপন দল কাজ করেছে কিংবা তাদের সিদ্ধান্ত আসল জুরির ভূমিকা কীভাবে অকার্যকর করে দিয়েছে।

এদিকে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ হারফুশের অভিযোগ স্পষ্টভাবেই নাকচ করেছে। তারা জানায়, কোনো বাইরের দল বা অঘোষিত কমিটিকে বিচার বা ফাইনালিস্ট নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি।

আয়োজকদের ভাষ্য, হারফুশ সম্ভবত ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে আলাদা একটি সামাজিক উদ্যোগকে ভুলভাবে বিচারকমণ্ডলী হিসেবে ধরে নিয়েছেন। এ উদ্যোগের নিজস্ব নির্বাচন প্রক্রিয়া রয়েছে এবং এটি মূল প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ পৃথক। সোমবারই এই উদ্যোগের তালিকা প্রকাশ করে সংগঠন।

হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল প্রশিক্ষক ক্লদ মাকেলেলে। তিনি লিখেছেন, এটি তার জন্য কঠিন সিদ্ধান্ত হলেও ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মিস ইউনিভার্স মঞ্চ ক্ষমতায়ন, বৈচিত্র্য ও উৎকর্ষের যে মূল্যবোধ ধারণ করে সেগুলো তিনি সবসময় সম্মান করেন।

মিস ইউনিভার্সের চূড়ান্ত প্রতিযোগিতা ঘিরে এমন পরিস্থিতি সমালোচনার মুখে ফেলেছে আয়োজনটি।

এলআইএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow