যে কারণে গ্রেফতার হলেন জনপ্রিয় অভিনেতা

3 hours ago 5

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় অন্ধ্রপ্রদেশ পুলিশ। ইন্ডিয়া টুডে সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও জানা গেছে, মুরালির বিরুদ্ধে ওবুলাবারিপল্লী থানায় ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার কারণে তিনি গ্রেফতার হয়েছেন। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন তিনি।

মুরালির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

এদিকে মুরালিকে গ্রেফতারের পর তার স্ত্রীকে একটি নোটিশ পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেখানে তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানানো হয়, মুরালির অপরাধ আমলযোগ্য এবং জামিন অযোগ্য। তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

গ্রেফতারের আগে মুরালি নিজেকে অসুস্থ দাবি করেন। সেসময় পুলিশ তাকে সহযোগিতা করবে বলে বাড়ি থেকে বের করে তাদের হেফাজতে নিয়ে যায়।

মুরালি ‌‘ক্র্যাক’, ‘টেম্পার’, ‘জেমিনি’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তিনি দেড় শতাধিক সিনেমার গল্পকার। কিছু সিনেমা পরিচালনাও করেছেন।

এলআইএ/এএসএম

Read Entire Article