যে কারণে ভিসা জটিলতায় নাসুম-রানা

2 hours ago 2

আর কয়েক ঘণ্টা পরই আফগানিস্তান সিরিজ শুরু। কিন্তু বাংলাদেশ দলে নেই বাঁহাতি স্পিনার ও ফাস্টবোলার নাহিদ রানা। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলার কোনো সম্ভাবনা নেই এই দুই ক্রিকেটারের। কারণ, তারা আরব আমিরাতেই যেতে পারেননি। ভিসা জটিলতায় এখনো দেশেই আছেন।

১৫ সদস্যের ১৩ জনের ভিসা হয়ে গেছে আগেই। দলও দেশ ছেড়েছে ৩ নভেম্বর। বাকিদের হলেও কেন হলো না নাসুম ও রানার? ভিসা জটিলতার কারণই বা কী?

এ নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা। জাতীয় দলের হয়ে বেশকিছু সিরিজ খেলার পরও নাসুম ও নাহিদ রানার সমস্যা থাকার কথা নয়। তাহলে কেন এই বিলম্ব? খোঁজ নিয়ে জানা গেছে এই জাতীয় দলের ক্রিকেটারদের ভিসা জটিলতার আসল কারণ।

প্রকৃত কারণ হলো, নাসুম ও রানার ভিসা প্রসেস করতে দেওয়াই হয়েছে অনেক পরে। কারণ, ১৫ জনের দলেই ছিলেন না তারা। সাকিব আল হাসান ও লিটন দাস প্রাথমিক দলে ছিলেন। প্রথা মেনে অভিজ্ঞ এই দুই তারকার ভিসাই করে রাখা হয়েছিল আগে।

কিন্তু শেষ মুহূর্তে সাকিব সরে দাঁড়িয়েছেন। আর লিটন জ্বরে আক্রান্ত। তাই তাদের জায়গায় ডাকা হয়েছে নাসুম ও রানাকে। বিবিসি তাদের ভিসা করতে দিতে দেরি করার কারণেই এই বিড়ম্বনা।

বোর্ডের তথ্যানুসারে, গতকাল মঙ্গলবারও তাদের ভিসা হয়নি। তাই আজ প্রথম ওয়ানডেতে ১৩ জন ক্রিকেটার নিয়েই মাঠে যেতে হবে বাংলাদেশকে।

এআরবি/এমএইচ/এমএস

Read Entire Article