যে কারণে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিলেন না স্কালোনি

1 month ago 30

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয়ের পর স্বভাবসুলভ সংবাদসম্মেলনে আসেননি। সেসময় এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হলেও পরবর্তীতে ম্যাচ শেষে তার পরিবর্তে মিডিয়ার সাথে কথা বলতে আসা সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল জানালেন আসল কারণ। জানা গেল পেটের সমস্যার কারণে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেননি মেসিদের কোচ। স্কালোনি অবশ্য ডাগআউটে পুরো ম্যাচে উপস্থিত ছিলেন।

স্যামুয়েল নিশ্চিত করেন যে স্কালোনির সমস্যা গুরুতর নয় এবং এটি শুধুমাত্র একটি অস্থায়ী অসুস্থতা। তিনি বলেন, ‘স্কালোনি ভালো আছেন, শুধু বিশ্রামের প্রয়োজন।’ 

ম্যাচের একমাত্র গোলটি আসে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির পাস থেকে, যা লাউতারো মার্টিনেজ জালে পাঠিয়ে দলকে জয় উপহার দেন। এই জয় তাদের কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করে। 

এটি ছিল আর্জেন্টিনার জন্য ২০২৪ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচ। পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে আগামী মার্চে। অন্যদিকে, লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে মৌসুম শেষ করেছেন এবং বর্তমানে তিনি তার পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি উপভোগ করবেন। 

আর্জেন্টিনার এই জয়ের ফলে দলের শক্তিশালী অবস্থান বজায় থাকলেও কোচের সাময়িক অসুস্থতা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে স্কালোনির সুস্থ হয়ে দ্রুত দলে ফিরে আসার আশা করছেন তার ভক্ত এবং সমর্থকেরা। 

Read Entire Article