যে ডিফেন্ডার ছিলেন মেসির কঠিন প্রতিদ্বন্দ্বী

4 months ago 34

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বলেছেন, ক্যারিয়ারে তিনি যত ডিফেন্ডারকে মোকাবেলা করেছেন তাদের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের কিংবদন্তি সার্জিও রামোস।

রামোস আর মেসির লড়াই দেখা যেত স্প্যানিশ লা লিগায়। সে সময় মেসি খেলতেন বার্সেলোনায় আর রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের নেতৃত্ব দিতেন রামোস।

রামোসকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে মেসি বলেন, ‘সার্জিও রামোস আমার সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। যখন আমরা দুজন স্পেনের এল ক্লাসিকোতে খেলতাম।’

২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) সতীর্থ হয়েছিলেন মেসি-রামোস। একটি ইউটিউব শো-তে তার ক্যারিয়ারে কোন খেলোয়াড়ের সাথে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সে সম্পর্কে বলেছেন মেসি।

মেসি বলেন, ‘সার্জিও রামোসের সঙ্গে আমার অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা পরে সতীর্থ হয়েছিলাম। তার আগে এল ক্লাসিকোতে আমাদের তীব্র লড়াই হয়েছে।’

রামোস এর আগে মেসিকে ‘এখন পর্যন্ত তৈরি হওয়া সেরা খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করেছেন।

সেভিয়া থেকে রামোস বিদায়ের ঘোষণা দিয়েছে। স্পেনের সাবেক অধিনায়ক পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে ছেলেবেলার ক্লাবে ফিরেছিলেন। সেভিয়ার হয়ে ৩৭টি খেলায় ৭টি গোলও করেছেন এই সেন্টারব্যাক।

অনেকে মনে করেছিলেন রামোস খেলা ছেড়ে দেবেন। তবে খেলা ছাড়ার চিন্তাভাবনার কথা অস্বীকার করেছেন তিনি। রামোস বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট বোধ করছি। আমি খেলা চালিয়ে যেতে চাই। সেটা আরো এক বা দুই বছর। আমার কাছে সেভিয়ায় থাকার বিকল্প ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

 

আরআই/এমএইচ/

Read Entire Article