যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

2 days ago 7

মাশরাফি ব্যতীত বাংলার ক্রিকেটের পঞ্চপান্ডবের চারজনই টি-টোয়েন্টিতে খেলেছেন দীর্ঘ সময়। সবচেয়ে কম খেলা তামিম ইকবাল এই ফরম্যাটে পার করেছেন ১৩ বছর। তাদের চেয়ে কম সময় খেলে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দিক থেকে এগিয়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার নেদাল্যান্ডসের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ফিজ সাকিব-তামিমদের পেছনে ফেলেছেন। 

লাল-সবুজ জার্সিতে সবচেয়ে লম্বা সময় খেলেছেন সাকিব আল হাসান। রিয়াদ ১৭ ও মুশফিকুর রহিম ১৬ বছর টি-টোয়েন্টি দলের প্রতিনিধিত্ব করেছেন। মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার কেবল এক দশকের। এই সময়েই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি জয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

ডাচদের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয় পেয়েছেন। ৫৩ জয় দিয়ে ফিজ ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। সাকিব ১২৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছিলেন ৫২টিতে। লিটন দাস ও মাহমুদউল্লাহ দুজনের জয়ই ৪৯টি করে। পঞ্চম স্থানে থাকা মুশফিকের জয়ের সংখ্যা ৩৭। ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি।

সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। হিটম্যানখ্যাত ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টিই জিতেছেন। অন্য কারো একশটি জয় নেই। তালিকার দুইয়ে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি ৮৬টি ম্যাচ জিতেছেন। 

Read Entire Article