যে তিন বিষয়ে সরকারের কাছে রোডম্যাপ চাইলো এনসিপি

3 months ago 9

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে আমরা জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ প্রকাশ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচন এই তিন বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি।

শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি। আমরা বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি ছিল। সরকারের পক্ষ থেকে ঘোষণা ছিল ৩০ কার্যদিবসের মধ্যে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই যেন ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ড. ইউনূস আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল এখনও সব শহীদ পরিবার পায়নি, মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেগুলো শুরু হয়নি। আমরা এগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছি।

এনএস/এমআরএম

Read Entire Article