‘যে হাত ডিম মারে, সে হাত ভেঙে দাও’ স্লোগানে ১১ দলের বিক্ষোভ
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় তারা নানান স্লোগান দেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে এটি শান্তিনগর থেকে মালিবাগ ঘুরে শাহজাহানপুর মোড় হয়ে ফকিরাপুল মোড়ে এসে শেষ হয়। মিছিলে জোটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরও পড়ুননাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস এসময় তারা নানান স্লোগান দেন। ‘নাসীর ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মির্জা আব্বাসের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘যে হাত ডিম মারে, সে হাত ভেঙে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এরপর মিছিলটি সমাবেশে মিলিত হয়। এমএইচএ/কেএসআর
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় তারা নানান স্লোগান দেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে এটি শান্তিনগর থেকে মালিবাগ ঘুরে শাহজাহানপুর মোড় হয়ে ফকিরাপুল মোড়ে এসে শেষ হয়। মিছিলে জোটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস
এসময় তারা নানান স্লোগান দেন। ‘নাসীর ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মির্জা আব্বাসের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘যে হাত ডিম মারে, সে হাত ভেঙে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এরপর মিছিলটি সমাবেশে মিলিত হয়।
এমএইচএ/কেএসআর
What's Your Reaction?