সানজানা রহমান যুথী
ভালোবাসা মানেই শুধু কারো পাশে থাকা নয়, বরং তা মানসিক প্রশান্তি আর জীবনের ভারসাম্য খোঁজার এক অনন্য প্রয়াস। প্রতিটি মানুষ চায় এমন একজন সঙ্গী, যার সঙ্গে জীবনটাকে গুছিয়ে নেওয়া যায়, ভাগ করে নেওয়া যায় হাসি-কান্না, স্বপ্ন আর সংগ্রাম। কিন্তু সব সম্পর্কের গন্তব্য এক হয় না। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অবহেলা কিংবা দূরত্ব অনেক সময় একটি প্রিয় সম্পর্ককে পরিণত করে বিষাদময়।
বিচ্ছেদ সহজ নয়। বিচ্ছেদ থেকে জন্ম নেওয়া রাগ, দুঃখ আর অভিমান মানুষকে ভেতর থেকে গ্রাস করে নেয়। তাই বেশিরভাগ মানুষই প্রাক্তনকে ক্ষমা করতে চান না। অনেকেই বলেন, ‘ক্ষমা করব কেন?’ কিন্তু জানেন কি, সেই প্রাক্তনকে ক্ষমা করাটাই হতে পারে আপনার জীবনের এক মুক্তির পথ?
কষ্ট ভুলে নতুন জীবনের দিকে পা বাড়ানোর প্রেরণা দিতে পারে ক্ষমা। ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং এটা এক শক্তিশালী মানুষের সিদ্ধান্ত। প্রাক্তনকে ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি হেরে গেছেন। বরং আপনি নিজের শান্তির জন্য বিজয়ী হয়েছেন। অতীতের জঞ্জাল সরিয়ে নতুন সূর্যোদয়কে আলিঙ্গন করার প্রথম ধাপই হলো ক্ষমা।
প্রাক্তনকে কেন ক্ষমা করবেন তার কয়েকটি সুনির্দিষ্ট কারণ জানলেই, আপনিও আপনার প্রাক্তনকে ক্ষমা করতে চাইবেন। তাহলে জেনে নিন কেন প্রাক্তনকে ক্ষমা করবেন-
মানসিক চাপ থেকে মুক্তি মিলবে
অভিমান আর রাগ যত বেশি পুষে রাখবেন, ততই তা মানসিকভাবে আপনাকে ভারাক্রান্ত করবে। কিন্তু ক্ষমা করার মাধ্যমে আপনি নিজের ভেতরে তৈরি হওয়া সেই অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে ফেলতে পারবেন। মনে হবে যেন বুকের ভেতর জমে থাকা সব ক্লান্তি হাওয়ায় মিলিয়ে গেছে।
ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে
অতীতের কষ্টকে আঁকড়ে থাকলে কখনোই সামনে এগোনো যায় না। ক্ষমা মানেই অতীতকে বিদায় জানানো, যাতে আপনি নতুন করে জীবন গড়তে পারেন। নিজের ভবিষ্যতের জন্য অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই শ্রেয়।
নতুনভাবে বাঁচতে পারবেন
প্রাক্তনের প্রতি বিদ্বেষ বা দুঃখবোধ অনেকটা পাথরের মতো যা আপনাকে টেনে রাখে। ক্ষমা করলে সেই পাথরটা যেন সরিয়ে ফেলা যায় পথ থেকে। আপনি হালকা মন নিয়ে আবারও জীবনকে উপভোগ করতে পারবেন, খুঁজে পাবেন নতুন রং।
ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন
প্রত্যেক সম্পর্ক কিছু না কিছু শেখায়। আপনার প্রাক্তনের সঙ্গে সম্পর্ক যেমনই হোক না কেন, সেটি আপনাকে এক জীবনের শিক্ষা দিয়েছে। তাকে ক্ষমা করলে আপনি সেই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিতে পারবেন এবং ভবিষ্যতের সিদ্ধান্তগুলো আরও সংবেদনশীলভাবে নিতে পারবেন।
আত্মনির্ভরশীল হতে পারবেন
প্রাক্তনের ওপর নির্ভরতা কাটিয়ে যখন আপনি তাকে ক্ষমা করেন, তখন নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠেন। বুঝতে পারেন, সুখ বা শান্তি কারও দয়া নয়, বরং নিজের সিদ্ধান্তে নির্ভর করে। এই উপলব্ধি আপনাকে করবে আরও আত্মবিশ্বাসী, আরও আত্মনির্ভরশীল।
কেএসকে/এএসএম