মিশরের প্রথম বৈশ্বিক তারকা বনে যাওয়া লিভারপুল উইঙ্গার মোহাম্মেদ সালাহর শৈশব কেটেছে কৃষিনির্ভর ছোট গ্রাম নাগরিগে। নীল নদ ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রামটির ছোট-বড় সবাই অনুসরণ করছেন তাকে। সেখানকার শিশুরা আদর্শ হিসেবে বেছে নিচ্ছেন প্রিয় ফুটবলার সালাহকে। অনেকেই হতে চান সালাহর মতোই। মিশরের রাজধানী কায়রোর উত্তরে চার ঘণ্টার পথ অতিক্রম করে যেতে হয় সালাহর গ্রামে। […]
The post যেখানে শিশুরা হতে চায় সালাহর মতো appeared first on চ্যানেল আই অনলাইন.