মোহামেডানের বিপক্ষে ম্যাচে গত ২৩ মে অবসর নিয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ক্লাবের একটি ম্যাচ বাকি থাকলেও মোহামেডানের বিপক্ষে ম্যাচকেই অবসরের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তিনি। কারণ সাদাকালোদের জার্সিতেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল জাতীয় দলের সাবেক এই গোলরক্ষকের।
খেলা ছেড়ে এখন কী করবেন আশরাফুল রানা? জানা গেছে, তিনি এখন পুরোদুস্তোর মনোযোগ দেবেন কোচিংয়ে। আগামী মৌসুমেই ক্লাব ফুটবলে ডাগআউটে দেখা যাবে এএফসি 'বি' ডিপ্লোমা করা এই গোলরক্ষককে।
মোহামেডানের জার্সিতে শুরু, মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ। আশরাফুল ইসলাম রানা এবার যে ক্লাবের জার্সিতে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন সেই ব্রাদার্স দিয়েই শুরু করবেন নতুন অধ্যায়। আগামী মৌসুমে ব্রাদার্সের কোচিং প্যানেলে দেখা যাবে রানাকে। জাগো নিউজকে সেই সম্ভাবনার কথাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক।
রানা বলেন, ‘ব্রাদার্স ইউনিয়ন থেকে আমাকে অন্তত আরো এক বছর খেলা চালিয়ে যেতে বলা হয়েছিল। তবে আমি যেহেতু মৌসুমের শুরুতেই এ বছর খেলা ছাড়বো বলে মানসিক প্রস্তুতি নিয়েছিলাম, তাই ক্লাবের কথা রাখতে পারিনি। সম্ভবত আগামী মৌসুমে এই ক্লাব দিয়েই আমি নতুন অধ্যায় শুরু করবো।’
ব্রাদার্স ইউনিয়ন সেই সুযোগ দেবে বলেই তাকে নাকি জানানো হয়েছে। ‘আমের ভাই (ব্রাদার্সের ম্যানেজার আমের খান) আমাকে তেমন প্রস্তাব দিয়ে রেখেছেন। আমি যেন ব্রাদার্সের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করি’-বলেছেন আশরাফুল ইসলাম রানা।
মানিকগঞ্জের এই গোলরক্ষক ১০ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করে ২০১৪ সালে ইস্তফা দিয়েছিলেন পেশাদার ফুটবল খেলার জন্য। সেনাবাহিনীর চাকরি ছেড়ে রানা যোগ দিয়েছিলেন মোহামেডানে। ফুটবল ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি সময় খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে এবং ক্যারিয়ারের শেষ আসরে এবার খেলেছেন ব্রাদার্স ইউনিয়নে।
আরআই/এমএমআর/এমএস