যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর আজ জন্মদিন।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই বিশেষ দিনটিতে স্বাভাবিকভাবে নানারকম উচ্ছ্বাস, পরিবার-ভক্তদের অভিনন্দনের ভিড়ে ভাসতে পারতেন তিনি। কিন্তু বুবলী বেছে নিলেন মানবিক পথ। জন্মদিনের আনন্দকে তিনি পরিণত করলেন অন্যের হাসিতে, স্নেহ ও উপহারের সঙ্গে বৃদ্ধাশ্রমের প্রবীণ বাবা-মায়েদের পাশে দাঁড়িয়ে। এই অনন্য উদ্যোগে সত্যিই ফুটে উঠল তার হৃদয়ের অমলিন মানবিকতা। অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন। রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সেখানে উপস্থিত প্রতিটি সিনিয়র সিটিজেনের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।   এ বিষয়ে শবনম বুবলী বলেন, ‘জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।‘ বর্তমানে নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচাল

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর আজ জন্মদিন।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই বিশেষ দিনটিতে স্বাভাবিকভাবে নানারকম উচ্ছ্বাস, পরিবার-ভক্তদের অভিনন্দনের ভিড়ে ভাসতে পারতেন তিনি। কিন্তু বুবলী বেছে নিলেন মানবিক পথ। জন্মদিনের আনন্দকে তিনি পরিণত করলেন অন্যের হাসিতে, স্নেহ ও উপহারের সঙ্গে বৃদ্ধাশ্রমের প্রবীণ বাবা-মায়েদের পাশে দাঁড়িয়ে। এই অনন্য উদ্যোগে সত্যিই ফুটে উঠল তার হৃদয়ের অমলিন মানবিকতা। অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন। রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সেখানে উপস্থিত প্রতিটি সিনিয়র সিটিজেনের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।   এ বিষয়ে শবনম বুবলী বলেন, ‘জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।‘ বর্তমানে নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow