রূপকথার গল্পের মতো শুরু করতে হয় এভাবে- বহুদিন আগের কথা। বাংলাদেশ জাতীয় দলে মাহমুদুল হাসান জয় নামে একজন ক্রিকেট ছিলেন। ফিফটির দেখা পেয়েছিলেন এক বছর আগে। এরপর প্রিয় হাফসেঞ্চুরি দেখা না পেয়ে বহুদিন ক্রিকেটের বিভিন্ন পাড়ায় ঘুরেছেন। এখনো প্রেয়সী হাফসেঞ্চুরির দেখা না পেয়ে বেচারার মন বেজায় খারাপ!
গল্পের সঙ্গে নেহাত মিল জয়ের ক্রিকেটীয় জীবনের। সর্বশেষ ফিফটি হাঁকিয়েছেন ২০২৩ সালের ২৮ নভেম্বর। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পরবর্তী ফিফটি পাওয়ার অপেক্ষা শেষ হয়নি ডানহাতি এই ব্যাটারের। ব্যাট, গ্লাভস, হেলম্যাট, প্যাড নিয়ে নেমেছেন ১৫ বার। তবুও অপেক্ষার প্রহর শেষে লাল সূর্যের উদয় দেখলেন না জয়।
ওপেনার হিসেবে এমন না পাওয়াটা নিশ্চয়ই কষ্ট দিচ্ছে জয়কে, ভেতরে ভেতরে দারুণ পীড়াও দিচ্ছে। অন্যদিকে ডানহাতি ব্যাটারের এমন বেহাল অবস্থা দেখে হয়তো নিজের আক্ষেপ দূর করছেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারে এখন পর্যন্ত ফিফটি না পেলেও বর্তমানে তাইজুলের তেমন কষ্ট থাকার কথা নয়।
কারণ, সাম্প্রতিক ব্যাটিংয়ে তাইজুল তো এগিয়ে আছেন জয়ের চেয়ে। মনের গহীনে স্বীকৃত স্পিনারের এই ভেবে গর্ববোধ হতেই পারে যে, আমাদের ওপেনারের চেয়ে তো আমিই ভালো ফর্মে।
টেস্টে সর্বশেষ ৫ ইনিংসে মাত্র ১ বার দুই অংক ছুঁতে পেরেছেন জয়। সেটিও শেষ হয়েছিল মাত্র ১১ রানে। বাকি চার ইনিংসে জয়ের রান- ৫, ৬, ৩ ও ০। এসব ইনিংসে তার মোট রান ২৫।
অন্যদিকে শেষ ৫ ইনিংসে ২ বার দুই অংকে ঘরে পা রেখেছেন তাইজুল। এর মধ্যে এক ইনিংসেই জয়ের ৫ ইনিংসের সমান ২৫ রান করে ফেলেছেন বাঁহাতি স্পিনার। তাইজুলের বাকি ইনিংসগুলো হলো- ৪, ১৬, ৯*।
কিছুদিন আগে তাইজুল অধিনায়ক হতে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। অভিজ্ঞ এই স্পিনারের এমন আকাঙ্ক্ষার কথা শুনে মিশ্র প্রতিক্রিয়া জানান ভক্তরা।
তবে উপরের পরিসংখ্যান দেখার পর তাইজুুলকে ওপেনিংয়ে পাঠালে হয়তো ভক্তরা খুব একটা অবাক হবেন না।
এমএইচ/এমএস