নব্বই দশকের নস্টালজিয়া যাদের বুকে নদীর স্রোতের মতো বয়ে চলে তাদের কাছে হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর অনন্য এক নাম। নানামাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে তিনি ছুঁয়ে গেছেন কোটি দর্শকের মন। ৪৯ বছরের এই অভিনেত্রী আগের মতো অভিনয়ে নিয়মিত নন। তবে নানা কারণেই তিনি আলোচনায় থাকেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নেয়ার গল্প জানিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী প্রকাশ করেন, কিভাবে তিনি অন্য নারীর সঙ্গে সম্পর্ক করা বিশ্বাসঘাতক প্রাক্তন প্রেমিককে বিব্রতকর পরিস্থিতি ফেলে শায়েস্তা করেছিলেন।
ব্যারিমোর জানান, বিশ্বাসভঙ্গের খবর পেয়ে তিনি প্রথমে তার প্রাক্তন প্রেমিকের অনেক প্রিয় জিনিস সংগ্রহ করেন। সেগুলো তার গাড়িতে রেখে দেন। তারপর গাড়িটি তার ড্রাইভওয়ে থেকে নামিয়ে দেন। কিন্তু এটি ছিল তার পরিকল্পনার শুরু। তিনি বলেন, ‘তারপর আমি তাকে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানাই। সেখানে আমি এবং তার তখনকার প্রেমিকা একসাথে বসেছিলাম। তাকেও আমাদের দুজনের মুখোমুখি বসতে হয়েছিল। আমি বলেছিলাম, ‘তুমি এখানে বসবে এবং আমাদের দুজনের কথা শুনবে। চুপ থাকো এবং শোনো! তার অবস্থা ছিল শোচনীয়। আমি খুব শান্তি পাচ্ছিলাম।’
এরপর তাকে ড্রিংক্স করিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন ড্রিউ ব্যারিমোর। তবে তিনি তার প্রাক্তন প্রেমিকের নাম উল্লেখ করেননি। তিনি জানান, ওই ঘটনার পর তাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছিল। এখনও তারা ভালো বন্ধু।
তিনি অতীত কর্মকাণ্ড নিয়ে বলেন, ‘আমরা তরুণ ছিলাম এবং বোকা ছিলাম! আমি বেশ কিছু বোকামি করেছি জীবনে। অনেককে বিব্রত করেছি, শাস্তি দিয়েছি। সেগুলো মনে হলে এখন হাসি পায়।’
এটি প্রথমবার নয় যখন ব্যারিমোর তার প্রাক্তন প্রেমিকের উপর কঠিন প্রতিশোধের গল্প জানালেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে প্রতারণা করায় এক প্রাক্তন প্রেমিকের গাড়ি ভাঙচুর করেছিলেন তিনি।
তবে ব্যারিমোর এখন তার সমস্ত প্রাক্তন প্রেমিকদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখেন। সময় এবং বয়স বাড়ার সাথে সাথে সম্পর্কগুলো অনেকবেশি আবেগী হয়ে গেছে। সবকিছুই এখন বোঝাপড়ার উপর গুরুত্ব দিয়ে চলে। অভিনেত্রী চান, সবার সঙ্গেই সুন্দর সম্পর্কটা বেঁচে থাকুক।
এলআইএ/এএসএম