যেভাবে প্রাণে বাঁচলেন কাফির মা-বাবাসহ পরিবারের সদস্যরা

2 hours ago 5

পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য। এদিকে এই অগ্নিকাণ্ড পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি।

এর প্রতিবাদে বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন তার পোড়াবাড়িতে সাংবাদিকদের ডেকেছেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে তার গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাহির থেকে ছিটকিনি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়ছে। কোনো রকমে জানে বেঁচে গেছে।

এ ঘটনায় কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। 

তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন কালবেলাকে বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে।

Read Entire Article