শোবিজ জগৎ ছেড়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কনি হক। ব্লু পিটার, দ্য এক্সট্রা ফ্যাক্টর, শক্ট ব্রিটেন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করে একসময় যুক্তরাজ্যের পরিচিত মুখ ছিলেন তিনি। তার স্বামী চার্লি ব্রুকার জনপ্রিয় টিভি সিরিজ ব্ল্যাক মিররের স্রষ্টা। তবে গত দশকের শুরুর দিকে এই জগৎ ছেড়েছুড়ে পুরোপুরি ছাপোষা জীবনে মনোযোগ দেন কনি।
কনি বেছে নিয়েছেন... বিস্তারিত