যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ

2 months ago 6
কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া, ছোটপর্দার তারকা সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা আহমেদ শরীফ। এনবিআরের সূত্রমতে, সময়মতো কর পরিশোধ না করায় এই সিদ্ধান্ত। একজন কর কর্মকর্তা জানিয়েছেন, ‘কয়েকজন কর পরিশোধ করেছেন, কেউ সময় নিয়েছেন। বকেয়া শোধ হয়ে গেলে ব্যাংক হিসাব স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে।’ তবে এই ইস্যুতে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট তারকাদের কারও কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
Read Entire Article