বিভিন্ন দেশে কর্মী চাহিদা তৈরি হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের অনেক দেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সেই সুযোগ সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেশিয়ায় গিয়েছিলাম, বলেছি সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল, তাদের নিয়মিত নেবে, এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনে চেষ্টা চলছে।
শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো, তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে, তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।
এসএসসি শেষে পরীক্ষার্থীরা প্রশিক্ষণ পাবে জানিয়ে তিনি বলেন, এই প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যৎ বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।
আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার, গ্রাফিকসসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে।

5 months ago
15








English (US) ·