যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের
বয়স ৪০ হলেও এখনো পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখায় বেশ তরুণ। এত বয়সেও কীভাবে এত ফিট তিনি, কীভাবেই বা ধরে রেখেছেন যৌবন তা নিয়ে অনেকেরই রয়েছে কৌতূহল।
৪০ বছর বয়সেও তারুণ্যদীপ্ত রোনালদোকে নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন নিউইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ড. ইলি লেভিন। তার ধারণা, রোনালদো একাধিক সার্জারির মাধ্যমে তার যৌবন ধরে রেখেছেন। লেভিন সরাসরি রোনালদোর চিকিৎসক না হলেও চেহারার পরিবর্তন বিশ্লেষণ করে এ ধারণা দিয়েছেন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কী সার্জারি করেছেন রোনালদো। লেভিনের ধারণা, সিআর সেভেন তার নাকের আকৃতি উন্নত করার জন্য রাইনোপ্লাস্টি করিয়েছিলেন। এই সার্জনের বিশ্বাস, রোনালদোর নাকের হাড়কে ভেঙে নতুন আকার দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্যারিয়ারের শুরুতে রোনালদো নিজেই স্বীকার করেছিলেন, দাঁতের সৌন্দর্য বাড়াতে করেছেন অর্থোডন্টিক চিকিৎসা। লেভিনের ধারণা, রোনালদো হয়তো উপরের মাড়ির আকার ছোট করার সার্জারিও করিয়েছেন। ফলে হাসির সময় দাঁত আরও সুন্দরভাবে ফুটে ওঠে।