যৌথবাহিনীর অভিযানে জামায়াতের সাবেক নেতাসহ আটক ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক রুকনসহ দুই জনকে আটক করা হয়েছে।  শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  আটকরা হলেন, জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে জামায়াত ইসলামীর সাবেক রুকন রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া।  পুলিশ সূত্রে জানা যায়, আটক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।   আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডা. রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিলেন। বিগত উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়। ৫ আগস্টের পর দলের কার্যক্রমের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। তবে তিনি বর্তমানে কোনো দলীয় পদে নেই।  আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।

যৌথবাহিনীর অভিযানে জামায়াতের সাবেক নেতাসহ আটক ২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক রুকনসহ দুই জনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে জামায়াত ইসলামীর সাবেক রুকন রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া। 

পুলিশ সূত্রে জানা যায়, আটক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।  

আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডা. রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিলেন। বিগত উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়। ৫ আগস্টের পর দলের কার্যক্রমের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। তবে তিনি বর্তমানে কোনো দলীয় পদে নেই। 

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow