যৌন নিপীড়নে অভিযুক্ত বেরোবি শিক্ষকের শাস্তির দাবি

2 hours ago 6

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. শাকিবুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন একই বিভাগের শিক্ষার্থী ও ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু হয়। এতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নকারী শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি ও অভিযুক্ত দুর্যোগে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা ড. শাকিবুল ইসলামের সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এর আগে গত ২ নভেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একই বিভাগের এক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ করেন।

মানববন্ধনে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নারী শিক্ষার্থীরা বলেন, নারী শিক্ষার্থী হিসেবে তার ক্লাসে আমরা সেফ ফিল করি না। তার বিরুদ্ধে একজন শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন। তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে তার স্থায়ী বহিষ্কারের দাবি জানাই। 

বেরোবি শিক্ষার্থী পরিষদের নেতা আহমাদুল হক আলভির বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়কদের স্থায়ী বহিষ্কার করা হয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনার সঠিক বিচার না হওয়ার কারণে কুলাঙ্গারা বারবার আমাদের নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছে। প্রশাসন অভিযোগ পেয়ে শুধু তদন্ত কমিটি পর্যন্ত থেমে থাকে পরবর্তীতে আর ব্যবস্থা নেয় না। আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের স্থায়ী বহিষ্কার চাই। 

বিশ্ববিদ্যালয়ের ডিবেট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক খোকন ইসলাম বলেন, এই শিক্ষকদের স্থায়ী বহিষ্কার করে দৃষ্টান্ত নজির তৈরি করুক প্রশাসনের কাছে আমাদের দাবি। ড. রশিদুলের যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ার পরও তাকে অস্থায়ী শাস্তি দিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন বা প্রশাসন কি শাস্তি নিশ্চিত করে সেসব বিষয় সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে না। 

গত ২ নভেম্বর একই দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দেন দুই শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. শাকিবুল ইসলাম।

এর আগে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. রশিদুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ ওঠে।

Read Entire Article