যৌনপল্লীর সত্য ঘটনার সিনেমা ‘রঙবাজার’, আসছে পূজায়

2 months ago 7

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে পরিচালক রাশিদ পলাশ নির্মাণ করেছিলেন সিনেমা ‘রঙবাজার’। আসছে ‌দুর্গাপূজায় দেশ-বিদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমার গল্পে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা। করোনা পরবর্তী সময়ে যেসব সিনেমা ব্যবসা সফল হয়েছে তার মধ্যে ‘পরাণ’ অন্যতম। এটি সফলতার পর আবারও নতুন সিনেমা আনতে যাচ্ছে প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজি।

‘রঙবাজার’ সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি গল্পটি দর্শককে মুগ্ধ করবে।’

‘রঙবাজার’ ছবির বিভিন্ন চরিত্রে কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।

রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায় হয়েছে সিনেমাটির শুটিং। শুটিংয়ের সময় কোনো জটিলতা তৈরি হয়েছিল কী না জানতে চাইলে পলাশ বলেন, ‘টানা শুটিং করেছিলাম দৌলতদিয়ায়। সেখানে সবচেয়ে বড় যৌনপল্লীতে আমরা দীর্ঘদিন শুট করেছি। সব অভিনয়শিল্পীরা সেখানেই ছিলেন। সেখানে যাওয়ার আগে শিল্পীদের মধ্যে একটা সাসপেন্স কাজ করছিল। কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা নিয়ে তারা চিন্তিত ছিল।

কিন্তু আমাকে খুব অবাক করে দিয়ে অভিনয় শিল্পীরা খুব অল্প সময়েই সেখানকার সবার সঙ্গে মিশে যান। সেখানকার মেয়েরা আমার শিল্পীদের অনেক যত্নে রেখেছিলেন। খাবার-দাবারের ব্যবস্থা করা থেকে যে পরিমাণ সাহায্য তারা করেছেন সেটা অবাক করার মত। শিল্পীরা পল্লীর মেয়েদের সঙ্গে নানা বিষয় নিয়ে গল্প করছেন, তাদের সঙ্গে মিশে গিয়ে চরিত্রটা খুব দ্রুত কানেক্ট করে নিয়েছেন। সবাই সেখানে থেকে রিহার্সাল করেছেন। আমি খুব অনায়াসে শুটিং শেষ করি এবং শিল্পীরাও বেশ খুশি ছিলেন কাজটি নিয়ে।’

লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

অন্যদিকে প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। ‘তরী’ নামে আরও একটা সিনেমার শুটিং অর্ধেক শেষ করেছেন রাশিদ পলাশ। এতে অভিনয় করবেন কলকাতার তারকা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে চলচ্চিত্রের শুটিং আটকে আছে।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article