গুমের ঘটনায় করা মামলায় রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মহিউদ্দিন ফারুকী র্যাব–২ এবং আলেপ উদ্দিন র্যাব–১১তে কর্মরত ছিলেন।
বুধবার (২৮ মে) সকাল ১০টার পর কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। অভিযুক্তদের বিষয়ে তদন্ত প্রতিবেদন বা তদন্তের অগ্রগতি প্রতিবেদনের শুনানি হবে আজ।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, গুমের ঘটনায় করা পৃথক দুটি মামলায় র্যাবের সাবেক এই দুই কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয়। একই দিন ভোরে রাঙ্গামাটির কাউখালী (বেতবুনিয়া) এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেফতার করা হয়।
এফএইচ/ইএ/জিকেএস