রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে ওঠেন। এ সময় নেতাকর্মী ও প্রার্থীরা হোটেলে অবস্থান করে তাকে গ্রহণ করেন। হোটেল নাজ গার্ডেনে মালিক সাবেক বিএনপি নেতা মোহাম্মদ শোকরানা জানান, তারেক রহমান রাত ১০টা নাগাদ হোটেলে ফিরবেন, এমনটা তাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তার সবকিছুই প্রস্তুত রয়েছে। হোটেলে নুতন কোনো গেস্ট নেই। তিনি আমাকে মনে রেখেছেন এবং আমার হোটেল পছন্দ করেছেন, এ জন্য আমি ধন্য। শোকরানা আরও জানান, রাতে তিনি হোটেলেই ডিনার করবেন এবং সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে ঢাকার উদ্দেশে বের হবেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার বিএনপির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন জানান, শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে তারেক রহমান রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন। এখানে রাতযাপন শেষে শনিবার সড়কপথে ঢাকায় যাবেন। পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন। বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি

রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে ওঠেন। এ সময় নেতাকর্মী ও প্রার্থীরা হোটেলে অবস্থান করে তাকে গ্রহণ করেন।

হোটেল নাজ গার্ডেনে মালিক সাবেক বিএনপি নেতা মোহাম্মদ শোকরানা জানান, তারেক রহমান রাত ১০টা নাগাদ হোটেলে ফিরবেন, এমনটা তাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তার সবকিছুই প্রস্তুত রয়েছে। হোটেলে নুতন কোনো গেস্ট নেই। তিনি আমাকে মনে রেখেছেন এবং আমার হোটেল পছন্দ করেছেন, এ জন্য আমি ধন্য।

শোকরানা আরও জানান, রাতে তিনি হোটেলেই ডিনার করবেন এবং সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে ঢাকার উদ্দেশে বের হবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার বিএনপির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন জানান, শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে তারেক রহমান রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন। এখানে রাতযাপন শেষে শনিবার সড়কপথে ঢাকায় যাবেন। পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন।

বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বগুড়া-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, রাতেই বগুড়ায় ফিরেছেন নেতা (তারেক রহমান)। তার জনসভার বক্তব্যে বগুড়াবাসী উজ্জীবিত। সে কারণে বগুড়ার সাতটি আসনেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

তারা আরও বলেন, তিনি শুধু বগুড়া নিয়ে কথা বলেন না কিংবা ভাবেন না। সারা দেশ নিয়েই ভাবেন। তাই সারা দেশে ধানের শীষের জোয়ার উঠেছে।

বিএনপির মিডিয়া সেলের রাজশাহী এবং রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক কালাম আজাদ জানান, তারেক রহমান শনিবার সকালে ঢাকার উদ্দেশে বগুড়া থেকে রওনা দিয়ে পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, বগুড়া-৩ আসনের প্রার্থী আবদুল মুহিত তালুকদার, আহসানুল তৈয়ব জাকির, নওগা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহা: হাসনাত আলী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow