রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

2 weeks ago 19

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩ আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। 

এ সময় তিনি বলেন, রংপুর বিভাগ বরাবরই পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের প্রথম নিশানা। রংপুর অঞ্চলে নতুন নতুন ভারীশিল্প গড়ে তোলা, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় মানে উন্নিতকরণ, একটি কৃষি ও একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং রংপুর থেকে বলাশ ঘাট হয়ে ঢাকার সঙ্গে সরাসরি আল্পনগর ট্রেন চালুর দাবিকে সত্যিকার অর্থে বাস্তবায়নের লক্ষ্যে এই অঞ্চলের মানুষ যেন তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারে। পরে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

নাম ঘোষণার আগে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে দলের পক্ষ থেকে দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো গত ১৭ বছরের সব ধরনের নির্যাতন, খুন-গুমের সুষ্ঠু বিচার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক সব পর্যায়ে কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার, পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে হবে।

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা আবু সাইয়্যেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, রংপুর জোন সহকারী পরিচালক অধ্যাপক এ কে এম গোলাম আজম, অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু প্রমুখ।

Read Entire Article