ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর চাপে ভরা মুহূর্ত। গ্রুপ পর্বের ম্যাচের পর সুপার ফোরের ম্যাচেও আলোচনায় মাঠের বাইরের নানা কাণ্ড। একপেশে ম্যাচ হলেও ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের শরীরী ভাষা ছিল চোখে চোখ রেখে লড়াইয়ের। ভারতের ইনিংসের পঞ্চম ওভারে পাকিস্তান পেসার হারিস রউফ আর ভারত ওপেনার অভিষেক শর্মা রীতিমতো বাগ্বিতণ্ডায় জড়ান। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল সুদক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভারতের ইনিংসের পঞ্চম ওভারে বাগ্বিতণ্ডায় জড়ানোর ঘটনায় ভারতীয় ওপেনার অভিষেক পাকিস্তানকে দায়ী করেছেন। যদিও পাক পেসার রউফ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে আসেন রউফ। শেষ বলে গিলের কাছে চার হজম করেন তিনি। আম্পায়ারের দিকে ফিরে রউফও কিছু একটা বলতে থাকেন। এ সময় অভিষেক রেগে গিয়ে রউফকে কিছু একটা বলেন। দাঁড়িয়ে পড়ে চোখ রাঙান রউফও, আঙুলও তোলেন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে যে কোনো সময় হাতাহাতি শুরু হয়ে যেতে পারে। অবস্থা সামাল দিতে আম্পায়ার গাজী সোহেল দ্রুত অভিষেক–রউফের মাঝে গিয়ে রউফকে সরিয়ে দেন।
ঠিক সে সময় কী ঘটেছিল তা জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘ব্যাপারটা ছিল খুবই সহজ। কোনো কারণ ছাড়াই তারা আমাদের ওপর এসে পড়ছিল যা আমার একদম ভালো লাগেনি। আর তাদের জবাব দেওয়ার এটাই ছিল একমাত্র উপায়।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও একই মনোভাব প্রকাশ করেন অভিষেক। ম্যাচের চারটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তোমরা কথা বলো, আমরা জিতি।’
সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।