রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

2 months ago 6
লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়।  রোববার (৬ জুলাই) এ হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন, ইসরায়েল-ইরান ও ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।  বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এমন কিছুর শঙ্কা করা হচ্ছিল। হামলার পর জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার। তারা বলছে, উভয়পক্ষের মধ্যে কী ঘটেছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি। ইয়েমেনের হোদেইদা বন্দরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। নতুন করে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলে আবারও উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে টার্গেটেড হামলা চালাতে পারে। আর তাতে যুক্ত হতে পারে ইসরায়েলও।
Read Entire Article