রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হানিফ ফ্লাইওভারে, ঢামেকে মৃত্যু

3 months ago 29

রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে মেয়র হানিফ ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (১৯ জুন) দিনগত রাত পৌনে একটার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, খবর পেয়ে জনপথ মোড়ে হানিফ ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ দেখে ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত ব্যক্তির নাম-পরিচয় জানারও চেষ্টা চলছে।


কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস

Read Entire Article