রজার্সের জোড়া গোলে ম্যান ইউকে হারাল অ্যাস্টন ভিলা

ভিলা পার্কে আরেকটি রোমাঞ্চকর রাতে মরগান রজার্সের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে পরাজিত করেছে অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল উনাই এমেরির দল। মৌসুমের অর্ধেকের পথে এসে অ্যাস্টন ভিলা এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিলার টানা দশম জয় এবং প্রিমিয়ার লিগে পরপর সপ্তম জয়। ম্যাচ শেষে উদযাপনের মুহূর্তে ভিলা কোচ উনাই এমেরিকে আবেগাপ্লুত দেখা যায়। রজার্সের দ্বিতীয় গোলের পর তিনি নিজের জ্যাকেট ছুড়ে মারেন দর্শকসারির দিকে। গ্যালারি থেকে তখন ভেসে আসে, “বার্মিংহাম, শুনছো তো?” এই ম্যাচের নায়ক ছিলেন মরগান রজার্স। তার দ্বিতীয় গোলের পর দুই হাত ছড়িয়ে দেওয়া উদযাপন ভিলা পার্কে উপস্থিত দর্শকদের উল্লাসে ভাসিয়ে দেয়। ম্যাচজুড়ে তার ব্যক্তিগত নৈপুণ্যই পার্থক্য গড়ে দেয়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাতেউস কুনহা একটি চমৎকার গোল করে সমতা ফেরালেও শেষ পর্যন্ত সেটি কেবল সান্ত্বনার গোল হিসেবেই থেকে যায়। ভিলার আক্রমণভাগের সামনে ইউনাইটেডের রক্ষণভাগ বারবার চাপে পড়ে। এই জয়ের

রজার্সের জোড়া গোলে ম্যান ইউকে হারাল অ্যাস্টন ভিলা

ভিলা পার্কে আরেকটি রোমাঞ্চকর রাতে মরগান রজার্সের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে পরাজিত করেছে অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল উনাই এমেরির দল।

মৌসুমের অর্ধেকের পথে এসে অ্যাস্টন ভিলা এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিলার টানা দশম জয় এবং প্রিমিয়ার লিগে পরপর সপ্তম জয়।

ম্যাচ শেষে উদযাপনের মুহূর্তে ভিলা কোচ উনাই এমেরিকে আবেগাপ্লুত দেখা যায়। রজার্সের দ্বিতীয় গোলের পর তিনি নিজের জ্যাকেট ছুড়ে মারেন দর্শকসারির দিকে। গ্যালারি থেকে তখন ভেসে আসে, “বার্মিংহাম, শুনছো তো?”

এই ম্যাচের নায়ক ছিলেন মরগান রজার্স। তার দ্বিতীয় গোলের পর দুই হাত ছড়িয়ে দেওয়া উদযাপন ভিলা পার্কে উপস্থিত দর্শকদের উল্লাসে ভাসিয়ে দেয়। ম্যাচজুড়ে তার ব্যক্তিগত নৈপুণ্যই পার্থক্য গড়ে দেয়।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাতেউস কুনহা একটি চমৎকার গোল করে সমতা ফেরালেও শেষ পর্যন্ত সেটি কেবল সান্ত্বনার গোল হিসেবেই থেকে যায়। ভিলার আক্রমণভাগের সামনে ইউনাইটেডের রক্ষণভাগ বারবার চাপে পড়ে।

এই জয়ের ফলে অ্যাস্টন ভিলা স্পষ্ট বার্তা দিল—চলতি মৌসুমে তারা শুধু শীর্ষ চারে নয়, প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়েও শক্ত প্রতিদ্বন্দ্বী। উনাই এমেরির হাতে গড়া এই ভিলা দল যেন থামার নামই নিচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow