রড চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, দুই নিরাপত্তাকর্মী রিমান্ডে

3 months ago 40

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের রড চুরির অভিযোগে মো. বিল্লাল হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার দুই নিরাপত্তাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার বালিনা গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার সন্তান জাহাঙ্গীর আলম (৩৬), শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রানীর হাট গ্রামের দুলাল মিয়ার সন্তান মো. মুজিবুর রহমান (২৩)। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তাকর্মী।

রোববার (৯ জুন) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ জুন রাত ৩টার দিকে রড চুরি করতে গেলে সেখানে কর্মরত ৬ বা ৭ জন অজ্ঞাতনামা নিরাপত্তাকর্মী বিল্লাল হোসেনকে ধরে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে মৃত্যুবরণ করেন তিনি। আসামিরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মগবাজার রেললাইনের দিলু ব্যাপারী জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সিমেন্টের ব্যারিকেডের মধ্যে লুকিয়ে রাখে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করে নিহতের ভাগনি।

মামলার এজাহারে মৃত বিল্লাল হোসেনের ভাগনি সালমা উল্লেখ করেন, হাতিরঝিল থানা পুলিশ আমার মামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমরা সেখানে গিয়ে দেখি, আমার মামার মরদেহ মর্গে। আমার মামার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

জেএ/জেএইচ/জেআইএম

Read Entire Article