রণক্ষেত্রে পরিণত শাহবাগ, ওসিসহ আহত ৩০

শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে শাহবাগ এলাকায় পুলিশের পালটা ধাওয়া-পালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পদযাত্রার সময় শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপরও পরীক্ষার্থীরা চারুকলার সামনে অবস্থান ধরে রাখেন। এ ঘটনায় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি করেছেন, সংঘর্ষে তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হন। তিনি বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কিছুদিন ধরে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন পরীক্ষার্থীরা। তারা রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেল অবরোধ এবং ঢাকা–আরিচা মহাসড়কে অবরোধও করেন। দাবি মানা না হলে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন।

রণক্ষেত্রে পরিণত শাহবাগ, ওসিসহ আহত ৩০

শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে শাহবাগ এলাকায় পুলিশের পালটা ধাওয়া-পালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পদযাত্রার সময় শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপরও পরীক্ষার্থীরা চারুকলার সামনে অবস্থান ধরে রাখেন। এ ঘটনায় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা দাবি করেছেন, সংঘর্ষে তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হন। তিনি বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কিছুদিন ধরে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন পরীক্ষার্থীরা। তারা রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেল অবরোধ এবং ঢাকা–আরিচা মহাসড়কে অবরোধও করেন। দাবি মানা না হলে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow