রণবীর-দীপিকার বিচ্ছেদ নিয়ে যা বললেন নীতু কাপুর
বলিউডে পা দেওয়ার পর থেকেই রণবীর কাপুর শুধু অভিনয় নয়, ব্যক্তিজীবন নিয়েও থেকেছেন চর্চার কেন্দ্রে। সঞ্জয় লীলা বানসালির সাঁওয়ারিয়া দিয়ে বি-টাউনে যাত্রা শুরু করেই পেয়েছিলেন নতুন প্রজন্মের হার্টথ্রবের তকমা। তবে তার সঙ্গে জুড়ে যায় ‘প্লেবয়’ ট্যাগও। একের পর এক সম্পর্ক, গসিপ আর রোম্যান্টিক লিঙ্কআপে নাম ওঠায় সেসময় শিরোনামে থাকতেন এ অভিনেতা। তবে এ বিষয়ে ভিন্ন কথা জানালেন রণবীরের মা নীতু কাপুর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্য়াটরিনা কাইফ, নার্গিস ফাকরি এবং শেষমেশ আলিয়ায় প্রেমের তরী ঠেকল রণবীরের। এখন কন্যাসন্তান নিয়ে সুখের সংসার করছে এ অভিনেতা। তবে রণবীরের এই লম্বা প্রেমিকার কথা অস্বীকার করেন তার মা নীতু কাপুর।
নীতু কাপুর বলেন, ‘রণবীরের ছিল একটাই গার্লফ্রেন্ড, তার নাম দীপিকা পাড়ুকোন’। নীতুর একথা গুঞ্জন নয়। বরং এক সাক্ষাৎকারে নীতু জানিয়ে ছিলেন এমনটাই। সঙ্গে ফাঁস করছিলেন, ঠিক কী কারণে দীপিকার সঙ্গে ব্রেকআপ করেছিলেন রণবীর।
জানা যায়, রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, সেই সম্পর্কে রণবীর নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উলটো, তাকে ঠকিয়েছিলেন। দীপিকার এই কথাকে একেবারেই ফুঁ দিয়ে উড়িয়ে দেন রণবীরের মা নীতু কাপুর।
এ বিষয়ে তিনি বলেন, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, রণবীর দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেস চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি। আমার মনে হয়, এ কারণে রণবীর বিরক্ত হয়ে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তবে রণবীর কিন্তু একেবারেই প্লেবয় ছিল না।
বর্তমানে রণবীর ও আলিয়ার দুজনই ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় রণবীর-আলিয়ার পাশাপাশি অভিনয় করছেন, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, মৌনি রায়সহ আরও অনেকে। চলচ্চিত্রটি ২০২৬ সালের আগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।