রনি-জাকিরের ফিফটির পর জোনস-জাকেরের ঝড়, ২০০ পার সিলেটের

1 day ago 5

ঘরের মাঠ বলে কথা। যেখানে প্রতিটি দলই বাড়তি শক্তি অনুভব করে। সিলেট স্ট্রাইকার্সের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ১২১ রান করা দলটি আজ সোমবার সেই রংপুর রাইডার্সের বিপক্ষেই তুলেছে ৪ উইকেটে ২০৫ রান। ফিফটি হাঁকিয়েছেন ওপেনার রনি তালুকদার ও তিনে নামা জাকির হাসান।

বিশাল রানের স্কোর দাঁড় করানোর পরের কৃতিত্ব জাকের আলী ও অ্যারন জোনসের। পঞ্চম উইকেটের জুটিতে ৯ বলে ৩৪ রান তুলেছেন তারা। টানা চতুর্থ জয় তুলে নিতে টেবিলটপার রংপুরকে করতে হবে ২০৬ রান।

প্রথম ম্যাচে রংপুরের কাছে হারের পর আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার ম্যাচ খেলতে নামে সিলেট। বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটাও দারুণ হয়।

সিলেটের উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন দুই ওপেনার রনি ও জর্জ মুন্সে। ১২ বলে ১৮ রান করে মুন্সে সাজঘরে ফেরত গেলে রনি হাঁকান ঝোড়ো ফিফটি। ৭ চার আর ৩ ছক্কায় তোলেন ৩২ বলে ৫৪ রান।

বিস্তারিত আসছে...

এমএইচ/এএসএম

Read Entire Article