বেশ লম্বা সময় ধরেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ছড়িয়ে ছিল বিনোদনপাড়ায়। তবে এতদিন দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি। অবশেষে একটি সাক্ষাৎকারে সাদিয়া নিজেই বিষয়টি নিয়ে মন্তব্য করলেন—আর সেখান থেকেই যেন স্পষ্ট ইঙ্গিত মিলল গুঞ্জনের সত্যতা।
সম্প্রতি দেশের এক স্বনামধন্য গণমাধ্যমের আয়োজিত এক শো’তে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে। সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?’
প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’
উপস্থাপক আবারও জানতে চান, ‘তাহলে বিষয়টা কতটা সত্যি?’
জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, ‘আমি ব্লাশ করতেছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।’
এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’
তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
গতো ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে সাদিয়া আয়মানকে। ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে। এমনকি সাদিয়ার চরিত্রও দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন।

2 weeks ago
13









English (US) ·