আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন রবীন্দ্রনাথ। যিনি একক প্রতিভায় বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্বসাহিত্যের মর্যাদার আসনে। বাঙালির হৃদয়ানুভূতি ও অভিব্যক্তির সার্থক প্রকাশ ঘটেছে তার অসামান্য রচনায়। তার বৈচিত্র্যময় রচনাসম্ভার মানবিক আবেদনের মহিমায় হয়ে উঠেছে কালজয়ী। কবিতা, সংগীত, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনিসহ শিল্প-সাহিত্যের প্রতিটি শাখা রবির প্রতিভার স্পর্শে দীপ্তিমান হয়ে... বিস্তারিত