‘রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে পদক্ষেপ নিন’

3 hours ago 6
পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য যাতে ন্যায্য দামে বিক্রি হয় এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করেছেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারিকুল ইসলাম সুমন বলেন, অতি নিকটে মাহে রমজান। এ পবিত্র মাহে রমজানে ন্যাশনাল পিপলস যুব পার্টি অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে, তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। অতীতেও ন্যাশনাল পিপলস যুব পার্টি দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নিম্নবিত্ত মানুষেরা যেন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ফাঁদে না পড়ে, সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ও প্রশাসনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দেশের ব্যবসায়ীদেরকেও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। এতে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. আলাউদ্দিন, আলামিন, শান্ত, মো. মোশারফ হোসাইন, নুরুদ্দিন প্রমুখ।
Read Entire Article