রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশ্বের ১২ লাখ রোজাদার মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক রমজান কর্মসূচি ‘জুদ’ (Jood)-এর আওতায় এ ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল জানায়, এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী ও এর বিভিন্ন এলাকায় ৯ লাখ ইফতার বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্বের ৫১টি দেশে আরও ৩ লাখ ইফতার পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সংস্থাটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, ‘ইফতার ফর ফাস্টিং পারসন্স’ কর্মসূচিটি এখন কেবল সূর্যাস্তে খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে। তিনি জানান, রমজান মাসে প্রতিদিন হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তিরা এই ইফতার কর্মসূচির ওপর নির্ভর করেন। এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই লাঘব হয়। শারজাহ অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে কৌশলগতভাবে বিভিন্ন বিতরণ কেন্দ্র নির্ধারণ করা

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশ্বের ১২ লাখ রোজাদার মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক রমজান কর্মসূচি ‘জুদ’ (Jood)-এর আওতায় এ ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল জানায়, এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী ও এর বিভিন্ন এলাকায় ৯ লাখ ইফতার বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্বের ৫১টি দেশে আরও ৩ লাখ ইফতার পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সংস্থাটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, ‘ইফতার ফর ফাস্টিং পারসন্স’ কর্মসূচিটি এখন কেবল সূর্যাস্তে খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে।

তিনি জানান, রমজান মাসে প্রতিদিন হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তিরা এই ইফতার কর্মসূচির ওপর নির্ভর করেন। এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই লাঘব হয়।

শারজাহ অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে কৌশলগতভাবে বিভিন্ন বিতরণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদেশে ইফতার বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট দেশগুলোর খাদ্যসংকটে থাকা ও কঠিন জীবনযাপনে থাকা জনগোষ্ঠীর সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হবে।

মানবিক এ উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, সংস্থাটির ওয়েবসাইট, এসএমএস ডোনেশন, কল সেন্টার, স্মার্ট ডোনেশন স্ক্রিন, মোবাইল অ্যাপ এবং অ্যাপল পে ও স্যামসাং পের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।

তিনি আরও বলেন, অনুদানের পরিমাণ যতই হোক না কেন, প্রতিটি সহায়তা এই কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক হবে এবং এর মাধ্যমে দাতারা রমজানজুড়ে শত শত রোজাদারকে ইফতার করানোর সওয়াবে অংশীদার হতে পারবেন।

সূত্র : গালফ নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow