রহস্যজনকভাবে মারা গেলেন হলিউড অভিনেতা

হাসি, আতঙ্ক আর রহস্য—সবকিছুর মাঝেই যার উপস্থিতি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল, সেই অভিনেতা আর নেই। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য মাস্ক’-এ স্মরণীয় অভিনয়ের জন্য পরিচিত পিটার গ্রিনের জীবনাবসান হলো নীরবে, নিভৃতে। গত শুক্রবার নিউইয়র্ক সিটির নিজের ফ্ল্যাট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয় ৬০ বছর। এ বিষয়টি পিটার গ্রিনের ম্যানেজার ও দীর্ঘদিনের বন্ধু গ্রেগ এডওয়ার্ডস বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা গেছে, নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডে অবস্থিত অভিনেতার অ্যাপার্টমেন্ট থেকে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উচ্চ শব্দে গান বাজার আওয়াজ আসছিল। এরপর পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিনেতার মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। দ্যা মাস্ক সিনেমায় মূলত ডোরিয়ান টাইরেলের খলচরিত্রে ছিলেন পিটার। পর্দায় তার তীক্ষ্ণ চাহনি, গম্ভীর কণ্ঠস্বর এবং ভয়ংকর খল চরিত্রের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। এ ছাড়াও ‘পাল্প ফিকশন’-এর জেড চরিত্রের জন্য তিনি কাল্ট ক্লাসিক ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তবে পর্দায় ভয়ংকর সব চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে পিটার ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মান

রহস্যজনকভাবে মারা গেলেন হলিউড অভিনেতা

হাসি, আতঙ্ক আর রহস্য—সবকিছুর মাঝেই যার উপস্থিতি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল, সেই অভিনেতা আর নেই। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য মাস্ক’-এ স্মরণীয় অভিনয়ের জন্য পরিচিত পিটার গ্রিনের জীবনাবসান হলো নীরবে, নিভৃতে। গত শুক্রবার নিউইয়র্ক সিটির নিজের ফ্ল্যাট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয় ৬০ বছর।

এ বিষয়টি পিটার গ্রিনের ম্যানেজার ও দীর্ঘদিনের বন্ধু গ্রেগ এডওয়ার্ডস বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডে অবস্থিত অভিনেতার অ্যাপার্টমেন্ট থেকে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উচ্চ শব্দে গান বাজার আওয়াজ আসছিল। এরপর পুলিশের একটি দল সেখানে গিয়ে অভিনেতার মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

দ্যা মাস্ক সিনেমায় মূলত ডোরিয়ান টাইরেলের খলচরিত্রে ছিলেন পিটার। পর্দায় তার তীক্ষ্ণ চাহনি, গম্ভীর কণ্ঠস্বর এবং ভয়ংকর খল চরিত্রের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।

এ ছাড়াও ‘পাল্প ফিকশন’-এর জেড চরিত্রের জন্য তিনি কাল্ট ক্লাসিক ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছেন।
তবে পর্দায় ভয়ংকর সব চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে পিটার ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ। তার ম্যানেজার

গ্রেগ এডওয়ার্ডস বলেন, ‘পিটারের চেয়ে ভালো ‘ভিলেন’ আর কেউ হতে পারত না। কিন্তু পর্দার বাইরে তার একটি কোমল দিক ছিল, যা খুব কম মানুষই দেখার সুযোগ পেয়েছেন। তিনি অত্যন্ত বড় মনের এবং দয়ালু একজন মানুষ ছিলেন।‘ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow