রহস্যে মোড়া ‘ধুরন্ধর’র ট্রেলার, অন্য রূপে চমকে দিলেন রণবীর
অদিত্য ধরের পরিচালনায় আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির আগেই রণবীর সিং অভিনীত সিনেমাটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এটিই হতে চলেছে রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ ছবি। সোমবার প্রকাশ্যে আসা ট্রেলার আরও বাড়িয়ে দিল কৌতূহল। দীর্ঘ এ ট্রেলারের শুরুতেই অর্জুন রামপালের কণ্ঠে উঠে আসে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতি। পাশাপাশি নজর কাড়ছেন অক্ষয় খান্না ও আর মাধবন। তবে ছবির নাম ভূমিকায় ‘ধুরন্ধর’ আসলে কে-তা গোপনই রেখেছেন নির্মাতা। ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত হওয়ায় ছবিটি বিশেষ বার্তা বহন করবে বলেই মনে করছেন অনেকে। আরও পড়ুন:মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’কার্তিক আরিয়ানের বাড়িতে বিয়ের আনন্দ এর আগের টিজারে রণবীরকে দেখা গিয়েছিল সম্পূর্ণ বদলে যাওয়া এক রূপে-উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেট হাতে প্রতিশোধের সংলাপ। সেই লুক দেখে অনেকেরই মনে পড়ে যায় তাঁর ‘আলাউদ্দিন খিলজি’ রূপ। রাফ অ্যান্ড টাফ সেই রূপে রণবীর যেন নতুন এক রোমাঞ্চের ইঙ্গিত দিয়েছিলেন শুরুতেই। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’। রণবীরের পাশাপাশি ছবির প্রথম
অদিত্য ধরের পরিচালনায় আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির আগেই রণবীর সিং অভিনীত সিনেমাটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এটিই হতে চলেছে রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ ছবি। সোমবার প্রকাশ্যে আসা ট্রেলার আরও বাড়িয়ে দিল কৌতূহল।
দীর্ঘ এ ট্রেলারের শুরুতেই অর্জুন রামপালের কণ্ঠে উঠে আসে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতি। পাশাপাশি নজর কাড়ছেন অক্ষয় খান্না ও আর মাধবন। তবে ছবির নাম ভূমিকায় ‘ধুরন্ধর’ আসলে কে-তা গোপনই রেখেছেন নির্মাতা। ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত হওয়ায় ছবিটি বিশেষ বার্তা বহন করবে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন:
মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’
কার্তিক আরিয়ানের বাড়িতে বিয়ের আনন্দ
এর আগের টিজারে রণবীরকে দেখা গিয়েছিল সম্পূর্ণ বদলে যাওয়া এক রূপে-উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেট হাতে প্রতিশোধের সংলাপ। সেই লুক দেখে অনেকেরই মনে পড়ে যায় তাঁর ‘আলাউদ্দিন খিলজি’ রূপ। রাফ অ্যান্ড টাফ সেই রূপে রণবীর যেন নতুন এক রোমাঞ্চের ইঙ্গিত দিয়েছিলেন শুরুতেই।
আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’। রণবীরের পাশাপাশি ছবির প্রথম লুকেই সমান আলো কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন-যারা থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। রহস্য, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের মিশেলে বছরশেষে বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছে এ সিনেমা।
এমএমএফ/এএসএম
What's Your Reaction?