রাইসার কণ্ঠে ‘সন্ধ্যা নেমে আসুক’

3 months ago 11

‘আমার চঞ্চলও মন উড়ছে আজ বসন্তের হাওয়ায়/ উতলা হয়ে দেখছি তোমায় ভর দুপুর বেলায়/ তোমার মিষ্টি কথায় প্রাণটা আজ ভিজুক/ থাকো পাশে বসে সন্ধ্যা নেমে আসুক’- এমন রোমান্টিক কথার একটি গান গেয়েছেন রাইসা খান। ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে এটি।

নতুন গানটির নাম ‘সন্ধ্যা নেমে আসুক’। এ গানের কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ, সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।

গানটি প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওতে। এটি নির্মাণ করেছেন রাশেদ রানা। রাইসা খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি দেখা যাচ্ছে।

এ গান প্রসঙ্গে রাইসা খান বলেন, ‘গানটির কথা ও সুর সত্যিই সুন্দর। আমি চেষ্টা করেছি আমার সেরা দিয়ে গাইতে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ের কথায় আগেও কাজ করেছি। এবারও যখন কথা পেলাম, মিষ্টি সুর তৈরির চেষ্টা করেছি। রাইসা খুব ভালো গেয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’

গানটি নিয়ে আশাবাদী গীতিকার তারেক আনন্দও। তিনি জানান, ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াতে শুরু করেছে ‘সন্ধ্যা নেমে আসুক’।

এলআইএ/এএসএম

Read Entire Article