রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

3 hours ago 2
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের এই প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুর আলমকে সহসভাপতি (ভিপি), সহসভাপতি শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক (জিএস) এবং সাধারণ সম্পাদক পারভেজ আকন্দকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত ১৩ সদস্যের প্যানেলে বাকিরা হলেন— সহকারী ক্রীড়া সম্পাদক শফিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম সিকদার, সহকারী সাংস্কৃতিক সম্পাদক কাজিউল ইসলাম কাজল, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুব আলম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার জামান রিজন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জাহিদুল হাসান শরীফ, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. জোবায়ের হোসাইন জিহাদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তাহসিন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য-১ আহসানুল ইসলাম শাওন, কার্যনির্বাহী সদস্য-২ ইয়াছিন মিয়া।  বৃহস্পতিবার পর্যন্ত রাকসু নির্বাচনে ছাত্রশিবির, ছাত্রদলসহ ৮টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২৩টি পদে রাকসু, ৫টি পদে সিনেট প্রতিনিধি ও ১৫টি পদে হল সংসদের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Read Entire Article