রাকিবুল ইসলাম রাহানের ছড়া: হেমন্তের মাঠ

10 hours ago 8

ওই আসে ওই হেমন্তকাল
শিশির ভেজা ভোরে,
ধানের ক্ষেতে সোনা ফলেছে
দেখবি যদি আয় রে।

পাকা ধানের গন্ধ মাখি
নতুন চালের গুঁড়ো,
বাড়ির কোণে পিঠা হবে
হাসবে দাদু-বুড়ো।

সকাল-সন্ধ্যা কুয়াশা মাখে
ঘাসের ডগায় জল,
খেজুর রসে ভরে ওঠে
মাটির ছোট্ট কল।

শরৎ শেষে মাঠের খুশি
হাসে গৃহস্থের মন,
নবান্ন আর পিঠে-পায়েস
চলছে সারাক্ষণ।

এসইউ/জিকেএস

Read Entire Article