রাকিবের পদত্যাগের গুঞ্জনে নাছিরের স্ট্যাটাস

2 months ago 5

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর বিষয়টি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

শুক্রবার (৩০ মে) ফেসবুকে ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নাছির উদ্দিন বলেন, ‘টানা অনেক দিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।’

‘ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রপাগান্ডা।’

সবার উদ্দেশে নাছির বলেন, ‘আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।’

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে সামাজিকমাধ্যমে এ গুঞ্জন ছড়ায়।

শুক্রবার সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দেয় ছাত্রদল। সেখানে অসুস্থতার কারণে সভাপতি রাকিব উপস্থিত থাকতে পারেননি। সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

ফুল দেওয়ার প্রোগ্রামে রাকিব উপস্থিত থাকতে না পারার পর থেকে তার পদ হারানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এই গুঞ্জনের সত্যতার ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।

Read Entire Article